ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

নকল পণ্য সরবরাহের অভিযোগ, ২ জনের কারাদণ্ড

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ০৬:৫৬ পিএম


loading/img
ছবি : আরটিভি

দিনাজপুরের বিরামপুরে নকল জুস, চকলেট ও পাউডার জুস সরবরাহ করার সময় দুই ব্যবসায়ীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ র্মাচ) দুপুরে পৌরশহরের ঢাকামোড় নাবিল কাউন্টার এর সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার দিওড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মশিউর রহমানের ছেলে লিটন ইসলাম (২৬) ও একই এলাকার সুরেন্দ্রনাথ মন্ডলের ছেলে গৌতম কুমার (২৫)।

বিজ্ঞাপন

সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, দীর্ঘদিন থেকে ঢাকা হতে নকল বোতলজাত জুস চকলেট ও পাউডার জুস বিক্রি করে আসছিল। এমন সংবাদ পেয়ে পৌরশহরের ঢাকা মোড়ে নাবিল কাউন্টারের সামনে অভিযান চালিয়ে দুই’জনকে আটক করা হয়। জব্দকৃত পণ্য চার হাজার ১শ ৫০টি বোতলজাত নকল জুস, দুই কার্টুন পাউডার জুস ও দুই কার্টুন চকলেট ধ্বংস করা হয়েছে। এছাড়াও নকল পণ্য সরবরাহের সময় দুই’জনকে ১ মাস করে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |